সাংহাই কারখানার উৎপাদন বন্ধ করলো টেসলা

২৫ ডিসেম্বর, ২০২২ ২০:৩০  
শনিবার থেকে চীনের সাংহাইয়ের কারখানায় গাড়ি উৎপাদন বন্ধ করেছে টেসলা। একটি অভ্যন্তরীণ নোটিশ ও সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স। ডিসেম্বরের শেষ সপ্তাহে আগে থেকে কারখানাটির অধিকাংশ কাজ বন্ধ রাখার পরিকল্পনা করা হয়েছিলো। ইতিমধ্যেই কারখানাটির সকালের শিফট বন্ধ করে দেয়া হয়েছে এবং সকল কর্মীকে তাদের ছুটি উপভোগ করতে বলা হয়েছে। যদিও কোম্পানির পক্ষ থেকে এখন কোনো কারণ উল্লেখ করা হয়নি। চলতি মাসে এক খবরে বলা হয়, ডিসেম্বরের ২৫ তারিখ থেকে ১ জানুয়ারি পর্যন্ত সাংহাই কারখানাতে মডেল ওয়াই উৎপাদন স্থগিত রাখার পরিকল্পনা করেছে ইলেকট্রিক গাড়ি নির্মাতা কোম্পানিটি। তবে চীনে কোভিড মহামারিতে উৎপাদন, ব্যবসায় সবই বাধাগ্রস্থ হচ্ছে। সরকারের পক্ষ থেকে চাপ রয়েছে এ বিষয়ে। টেসলার এক কর্মী জানান, কোভিডের কারণে টেসলার কর্মী এবং সরবরাহকারীরা অসুস্থ হয়ে পড়ছেন। গত সপ্তাহ থেকেই কারখানাটির উৎপাদন খুবই প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। এদিকে চাহিদা কমে যাওয়ায় অর্থনৈতিকভাবেই চাপে পড়েছে কোম্পানিটি। কর্মী ছাঁটাইও শুরু হয়েছে পরিস্থিতি মোকাবেলায়। ডিবিটেক/বিএমটি